ঢাকা | বঙ্গাব্দ

প্রশাসনের ব্যর্থতায় সুযোগসন্ধানীরা বিএনপির বিরুদ্ধে কাজ করছে: যুবদল সভাপতি

খুলনাসহ সাম্প্রতিক সময়ে যুবদল নেতাদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
  • নিজস্ব প্রতিবেদক | ১২ জুলাই, ২০২৫
প্রশাসনের ব্যর্থতায় সুযোগসন্ধানীরা বিএনপির বিরুদ্ধে কাজ করছে: যুবদল সভাপতি ছবি : সংগৃহীত।

খুলনাসহ সাম্প্রতিক সময়ে যুবদল নেতাদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। শনিবার (১২ জুলাই) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রশাসনের ব্যর্থতায় সুযোগসন্ধানীরা বিএনপির বিরুদ্ধে কাজ করছে।’


তিনি অভিযোগ করে বলেন, ‘খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি ও রগ কেটে হত্যা করা হয়েছে, তবু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। একটি বিশেষ গোষ্ঠী নির্বাচন চায় না। তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। সরকারের একটি অংশও এতে জড়িত।’


মুন্না আরও বলেন, ‘যখন জনমত জরিপে দেখা যায় বিএনপি জনপ্রিয়তায় এগিয়ে, তখনই একটি গুপ্ত সংগঠন ও তাদের পরিচালিত আনাড়ি একটি দল বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়।’


তিনি খুলনার হত্যাকাণ্ড ও চাঁদপুরে খুতবা চলাকালে ইমামের ওপর হামলার প্রসঙ্গ তুলে বলেন, ‘রগ কেটে হত্যা একটি সংগঠনের দীর্ঘদিনের সহিংস রাজনীতির পরিচায়ক। এসব ঘটনায় একই গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে।’


মিটফোর্ডে যুবদল কর্মী হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘যুবদল অত্যন্ত উদ্বিগ্ন। সিসিটিভিতে দেখা গেলেও মূল অভিযুক্তদের বাদ দিয়ে কৌশলে অন্যদের আসামি করা হয়েছে।’


তিনি দাবি করেন, ‘একটি জরিপে দেখা গেছে দেশের অধিকাংশ তরুণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। সে কারণে একটি মহল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে।’


তিনি বলেন, ‘আমরা দায়িত্বহীন রাজনীতি করি না। নিহত নেতার বাসায় গিয়েছি, গত এক বছরে হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমরা গণঅভ্যুত্থানের ক্রেডিট নেওয়ার রাজনীতি করি না, বরং জনগণের সঙ্গে থাকাই আমাদের লক্ষ্য।’


thebgbd.com/NA