ঢাকা | বঙ্গাব্দ

ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনা প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় হত্যায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
  • নিজস্ব প্রতিবেদক | ১২ জুলাই, ২০২৫
ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন ফাইল ছবি

ঢাকার মিডফোর্ডে পাথর মেরে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বরগুনা প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় হত্যায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার আহ্বান জানানো হয়।


শনিবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে বরগুনা প্রেসক্লাব সংলগ্ন সদর রোড এলাকায় ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী, রাজনৈতিক ব্যক্তি ও বরগুনার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।


মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। স্বাধীন একটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সাধারণ মানুষকে চরম নিরাপত্তাহীনতায় ফেলেছে। এ রকম নারকীয় নৃশংসতা আর যেন না ঘটে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।


মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতী মিজানুর রহমান কাসেমী। তিনি বলেন, সোহাগ নামে এক ব্যবসায়ীকে ঢাকায় নির্মমভাবে পৈচাশিক কায়দায় হত্যা করা হয়েছে। তার স্ত্রী সন্তানের চোখের পানি সহ্য করার মতো না। তার ছোট বাচ্চারা এখন কোথায় কার কাছে গিয়ে দাঁড়াবে। আমরা আর কোনো স্ত্রীর স্বামী হারানোর ঘটনা দেখতে চাই না।


মানববন্ধনে উপস্থিত বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে সেই দৃশ্য দেখার মতো নয়। এ ঘটনার সবকিছুই সিসি ক্যামেরার ফুটেজে চলে এসেছে। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। 


জানা গেছে, সোহাগ দীর্ঘদিন ধরে ঢাকার মিডফোর্ডে মেসার্স সোহানা মেটাল নামের একটি দোকান চালিয়ে জীবীকা নির্বাহ করতেন। প্রতি মাসে ওই দোকান থেকে ২ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে দ্বন্দ্ব চলছিল তার। পরে ওই চাঁদা দাবির টাকা দিতে রাজি না হওয়ায় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধও করেন অভিযুক্তরা। এরপর গত বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে চাঁদার দাবিতে সোহাগকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করা হয়। এতেও যখন চাঁদা দিতে অস্বীকৃতি জানায় সোহাগ তখন তাকে নির্মম ও নিষ্ঠুরভাবে পাথর মেরে হত্যা করে অভিযুক্তরা।


thebgbd.com/NIT