ঢাকা | বঙ্গাব্দ

ভিডিও প্রকাশ না হওয়া পর্যন্ত সরকার কী করেছিল, প্রশ্ন রুমিন ফারহানার

  • নিজস্ব প্রতিবেদক | ১২ জুলাই, ২০২৫
ভিডিও প্রকাশ না হওয়া পর্যন্ত সরকার কী করেছিল, প্রশ্ন রুমিন ফারহানার ফাইল ছবি

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা প্রশ্নবিদ্ধ। ভিডিও প্রকাশ না হওয়া পর্যন্ত সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার (১২ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ছাত্র, শ্রমিক ও জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি—বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

রুমিন বলেন, “সোহাগের হত্যাকাণ্ড নিয়ে এখন অনেক কথা হচ্ছে। আমি যদি প্রশ্ন করি, ১০০ মিটারের মধ্যে আনসার ক্যাম্প ছিল—তারা কী করল? পুলিশ কী করল? ভিডিও প্রকাশ না হওয়া পর্যন্ত সরকার কী করেছিল? এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে।”

তিনি বলেন, “চেয়ারে বসে থাকা নিশ্চয়ই আরামদায়ক। কিন্তু যদি চেয়ার উপভোগ করতে চান, তাহলে সেই চেয়ারের দায়ও নিতে হবে।”

দেশে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুমিন বলেন, “এই দেশে এখন নতুন এক সংস্কৃতি তৈরি হয়েছে—মবোক্রেসি। হঠাৎ ২০-৩০ জন মানুষ একজনের ওপর হামলে পড়ে। কখনও ব্যবসায়িক দ্বন্দ্ব, কখনও রাজনৈতিক মতপার্থক্য, এমনকি টাকার বিনিময়ে ভাড়া করা লোক দিয়ে এই মব হামলা চালানো হচ্ছে।”

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “যেটুকু নিয়ে জাতীয় ঐকমত্য হয়েছে, সেটাই যথেষ্ট। এখন সময় এসেছে—এই দেশের ভবিষ্যৎ ১৮ কোটি মানুষের হাতে ছেড়ে দেওয়ার। যারা এখানে জন্মেছে, এই দেশেই থাকবে, মরবে—তারাই সিদ্ধান্ত নেবে।”


thebgbd.com/NIT