কক্সবাজারের টেকনাফে পায়ুপথে পাচারের সময় ৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার (১২ জুলাই) টেকনাফ-মেরিন ড্রাইভ সড়কের ইমামের ডেইল এলাকায় পৃথক অভিযানে দুজনকে আটক করা হয়। আটকৃতদের একজন স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর আহমদ।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেলবেলা চেকপোস্টে নুর আহমদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিশেষ কৌশলে তার পায়ুপথে লুকানো ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বহনের বিষয়টি স্বীকার করেছেন।
নুর আহমদ টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও রাজনৈতিক প্রভাবের কারণে কেউ মুখ খুলতে সাহস পেত না।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত টেকনাফ উপজেলা বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে একই দিন সকাল ১০টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মিনিবাস ইমামের ডেইল এলাকায় পৌঁছালে বিজিবি সেখানে তল্লাশি চালায়। এ সময় মন্ডলপাড়া গ্রামের মৃত দলিলুর রহমানের ছেলে হাসান আলী (৬৫) নামে একজনের পায়ুপথ থেকে আরও ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির কক্সবাজার সেক্টরের কর্মকর্তারা জানান, দুজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
বিজিবির হেড কোয়ার্টারের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম অভিযানের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।
thebgbd.com/NA