উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে দুটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচ নিষেধাজ্ঞার খড়গে পড়েছেন বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সেমিফাইনালের প্রথম লেগে খেলতে পারবেন না অ্যাস্টন ভিলার এ গোলরক্ষক।
ম্যাচের ৩৯ মিনিটে সময় নষ্টের দায়ে তাকে প্রথম হলুদ কার্ড দেখান রেফারি। এরপর খেলায় টাইব্রেকার চলাকালীন শট নিতে আসা প্রতিপক্ষের ফুটবলারদের মনোযোগে চিড় ধরাতে নানারকম ভঙ্গি করতে থাকেন। রেফারি তাকে প্রথমে সতর্ক করলেও থামেননি। ফলে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মার্টিনেজ। যদিও তাকে মাঠ ছাড়তে হয়নি।
এক ম্যাচে দুই হলুদ কার্ড দেখলে একজন খেলোয়াড়কে মাঠ ছেড়ে যেতে হয়। তবে উয়েফার নিয়ম অনুযায়ী নির্ধারিত ও অতিরিক্ত সময়ে দেখা হলুদ কার্ড টাইব্রেকার চলাকালীন হলুদ কার্ডের সঙ্গে যোগ হয় না। যদিও এটি সামগ্রিক কার্ড দেখার হিসাবে যোগ হয়।
কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে ৩টি হলুদ কার্ড দেখেছেন মার্টিনেজ। আর্জেন্টিনার গোলরক্ষক তাই নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।
লিলের বিপক্ষে শেষ আটের দ্বিতীয় লেগে অ্যাস্টন ভিলার জয়ের নায়ক ছিলেন মার্টিনেজ। টাইব্রেকারে দুটি পেনাল্টি শট ঠেকিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।