জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ইমামুর রশিদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে এক নারীর কাছ থেকে অর্থ গ্রহণ করতে দেখা গেছে। ভিডিওটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকে এটিকে চাঁদাবাজি বলে দাবি করছেন।
গতকাল রোববার (১৩ জুলাই) বিকেল থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ইমামুর রশিদ এক নারীর কাছ থেকে ৭ লাখ টাকা নিচ্ছেন। ভিডিওতে ওই নারী বলেন, “এখানে সাত লাখ টাকা, ১০ লাখ থাকার কথা ছিল ভাইয়া। একটু ক্রাইসিস বুঝেন না!” জবাবে ইমামুর বলেন, “ভাইকে বলছেন?” ওই নারী তখন বলেন, “হ্যাঁ, বলেছি।”
ঘটনার পর এনসিপি নেতা ইমামুর রশিদ ইমন ফেসবুকে পোস্ট দিয়ে তার অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি দাবি করেন, “ওই নারী স্বেচ্ছায় দলের ফান্ডে অনুদান দিয়েছেন। এর আগেও তিনি ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ অনুদান দিয়েছিলেন।”
ইমামুর আরও বলেন, “ঘটনার দিন সন্ধ্যায় ওই নারী ১০ লাখ টাকা অনুদান দিতে চেয়েছিলেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ফান্ড সংগ্রহের দায়িত্ব আমাকে দেওয়া হয়। আমি দায়িত্ব পালন করে কোষাধ্যক্ষের কাছে টাকা জমা দেই। এটিকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।”
এদিকে সাংবাদিক জাওয়াদ নির্ঝর ফেসবুকে একটি পোস্ট দিয়ে এনসিপি নেতার তীব্র সমালোচনা করেন। তিনি লেখেন, “একজন মহিলাকে প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাস দিয়ে ৪৮ লাখ টাকা নেওয়া হয়েছে, অথচ কোনো কাজ দেওয়া হয়নি। এটি ভুল নয়, এটি সরাসরি প্রতারণা।”
তিনি আরও বলেন, “বড় দুর্নীতিবাজরাও অন্তত কাজটা দিয়ে দেয়। টাকা খেয়ে কাজ না দিলে ধরা খেতে হয়। নতুন রাজনীতিকরা যদি শুরুতেই এমন করেন, তাহলে ভবিষ্যৎ আরও অন্ধকার।”
এই ঘটনায় এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি।
thebgbd.com/NA