ঢাকা | বঙ্গাব্দ

তারেক রহমানকে নিয়ে কটূক্তি বরদাস্ত করা হবে না: জয়নুল আবদিন ফারুক

তারেক রহমানকে নিয়ে কোনো ধরনের কটূক্তি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
  • নিজস্ব প্রতিবেদক | ১৪ জুলাই, ২০২৫
তারেক রহমানকে নিয়ে কটূক্তি বরদাস্ত করা হবে না: জয়নুল আবদিন ফারুক ছবি : সংগৃহীত।

তারেক রহমানকে নিয়ে কোনো ধরনের কটূক্তি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।


সোমবার (১৪ জুলাই) রাজধানীতে বিএনপির ওলামা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


ফারুক বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমান ১/১১-এর ষড়যন্ত্রের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তিনি আজও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ও জনগণের মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন। অথচ অস্তিত্বহীন দলের কিছু নেতা শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সন্তানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”


তিনি আরও বলেন, “লন্ডনে দলের গুরুত্বপূর্ণ বৈঠক ও প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রক্রিয়ার সময়েই চক্রান্তমূলকভাবে মিটফোর্ড এলাকায় একটি হত্যাকাণ্ড ঘটানো হয়। এর পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করা সরকারের দায়িত্ব। কেন পাঁচ দিনেও প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করা গেল না?”


মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “মির্জা ফখরুল সততার প্রতীক। তাকে নিয়ে প্রশ্ন তোলার অর্থই জনগণের সঙ্গে প্রতারণা। কেউ কেউ শুধু ক্ষমতা বা টাকার জন্য কথা বলছে, কিন্তু এতে কোনো লাভ হবে না।”


নির্বাচন কমিশন ও ধানের শীষ প্রতীক নিয়ে চলমান বিতর্কের বিষয়ে ফারুক বলেন, “শহীদ জিয়ার ধানের শীষ বা আদর্শ নিয়ে কেউ কথা বললে, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। গত ১৬ বছর ধরে এই দলকে তারেক রহমানের নেতৃত্বেই টিকিয়ে রাখা হয়েছে।”


শেষে তিনি বলেন, “কেউ যেন এটা না ভাবে যে আমাদের নেতৃত্ব দুর্বল। আপসের রাজনীতি শেখ হাসিনার হতে পারে, কিন্তু আমাদের নেত্রী খালেদা জিয়া আপস করতে জানেন না।”


thebgbd.com/NA