পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে সোমবার ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, এতে সুনামির কোনও হুমকি নেই।
জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে ১৭৭ কিলোমিটার পশ্চিমে ৮০ কিলোমিটার (৫০ মাইল) গভীরে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এতে সুনামির কোনও হুমকি নেই।
সূত্র: এএফপি
এসজেড