ঢাকা | বঙ্গাব্দ

সেপ্টেম্বরে যুক্তরাজ্য যাবেন ট্রাম্প

সেপ্টেম্বরের ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত তিনদিনব্যাপী এই সফরে ট্রাম্পের সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
  • অনলাইন ডেস্ক | ১৪ জুলাই, ২০২৫
সেপ্টেম্বরে যুক্তরাজ্য যাবেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সেপ্টেম্বরে যুক্তরাজ্য সফর করবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাজ্যে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের জন্য রাজা চার্লস তৃতীয়ের আমন্ত্রণ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন ট্রাম্প। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাজ্য থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


সেপ্টেম্বরের ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত তিনদিনব্যাপী এই সফরে ট্রাম্পের সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিলা উইন্ডসর ক্যাসেলে তাকে স্বাগত জানাবেন। চার্লসের একটি ব্যক্তিগত চিঠির মাধ্যমে ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠিটি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরের সময় ট্রাম্পকে দেন।


এর আগে ২০১৯ সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম দফায় যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে যান ট্রাম্প, তখন তাকে স্বাগত জানান প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। ফেব্রুয়ারিতে তাকে চিঠিটি দেওয়ার পর ট্রাম্প এই আমন্ত্রণকে ‘অসাধারণ সম্মান’ বলে অভিহিত করেন।


সূত্র: এএফপি


এসজেড