ঢাকা | বঙ্গাব্দ

সদ্যবিদায়ী অর্থবছরে আয়কর আদায়ের হার কিছুটা কমেছে, যা উদ্বেগজনক: এনবিআর চেয়ারম্যান

  • নিজস্ব প্রতিবেদক | ১৪ জুলাই, ২০২৫
সদ্যবিদায়ী অর্থবছরে আয়কর আদায়ের হার কিছুটা কমেছে, যা উদ্বেগজনক: এনবিআর চেয়ারম্যান ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খান বলেছেন, "টিআইএনধারী হয়েও যারা আয়কর রিটার্ন দাখিল করেন না, তাদের বাধ্য করতে হবে। ননফাইলারদের করজালে আনতে জনবল ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।"

সোমবার (১৪ জুলাই) এনবিআরের সম্মেলন কক্ষে আয়োজিত আয়কর বিভাগের জুলাই মাসের রাজস্ব পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভায় আয়কর বিভাগের শীর্ষ কর্মকর্তারা সরাসরি এবং জুমের মাধ্যমে অংশ নেন।

তিনি বলেন, “৭২ লাখ ননফাইলার ও ৩০ লাখ রিটার্ন দাখিলকারী করদাতা আয়কর না দেওয়ার তালিকায় রয়েছে। এই ১ কোটি করদাতাই ২০২৫-২৬ অর্থবছরে আয়কর বিভাগের অগ্রাধিকার হওয়া উচিত।”

তিনি বকেয়া কর আদায়ে অঞ্চলভিত্তিক অগ্রগতির খোঁজ নেন এবং কোনো প্রতিবন্ধকতা থাকলে তা সমাধানে কমিশনারদের দিকনির্দেশনা দেন।

আয়কর নথি সঠিক অঞ্চলে দ্রুত ট্রান্সফার নিশ্চিত করতে নির্দেশ দিয়ে তিনি বলেন, “চলতি জুলাই মাসের মধ্যেই ট্রান্সফার সম্পন্ন করতে হবে, যেন করদাতারা হয়রানিমুক্ত সেবা পান।”

অডিট প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, “অডিট সিলেকশন হবে শতভাগ ডিজিটাল। এতে কারও হস্তক্ষেপ চলবে না। কর আদায় নয়, বরং কর সচেতনতা বাড়ানোই হবে অডিটের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আয় ও সম্পদ বৈষম্য কমিয়ে ন্যায্য রাজস্ব ব্যবস্থা গড়তে হলে আয়কর খাতের অবদান বাড়ানো ছাড়া বিকল্প নেই। কিন্তু বারবার সে লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছি। সদ্যবিদায়ী অর্থবছরে আয়কর আদায়ের হার কিছুটা কমেছে, যা উদ্বেগজনক।”

সভায় আরও উপস্থিত ছিলেন সিআইসি’র মহাপরিচালক, গোয়েন্দা ও তদন্ত কমিশনার, সদস্য (আয়কর), এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। সবাই কর নেট বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


thebgbd.com/NIT