ঢাকা | বঙ্গাব্দ

বেড়েছে টাকার মান

  • নিজস্ব প্রতিবেদক | ১৪ জুলাই, ২০২৫
বেড়েছে টাকার মান ফাইল ছবি

বৈদেশিক মুদ্রার সরবরাহ বেড়ে যাওয়া এবং আমদানি চাহিদা কমে যাওয়ায় টাকার বিপরীতে ডলারের দাম ২ টাকা ২০ পয়সা কমেছে। সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, আন্তঃব্যাংকিং ডলারের বিনিময় হার দাঁড়িয়েছে ১২০ টাকা ১০ পয়সা, যা ৯ জুলাই ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা ও বাজারভিত্তিক বিনিময় হার চালুর কারণে ডলারের দরপতন ঘটেছে।

২০২২ সালে কোভিড-পরবর্তী বৈশ্বিক অস্থিরতায় টাকার অবমূল্যায়ন শুরু হয়। ২০২৪ সালের ডিসেম্বরে বিনিময় হার ১২৮ টাকা পর্যন্ত উঠেছিল। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে বাজার কিছুটা স্থির হয়।

চলতি বছরের মে মাসে আইএমএফের শর্ত অনুযায়ী বাজারভিত্তিক বিনিময় হার চালু করে বাংলাদেশ ব্যাংক। এরপর থেকেই ডলারের দর কমতে থাকে।

সোমবার বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে প্রথমবারের মতো ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “ব্যাংকগুলোতে ডলার সরবরাহ বেড়েছে, তাই দাম কমেছে। প্রবাসী আয় ও রপ্তানি খাত যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্যই আমরা ব্যাংকগুলো থেকে ডলার কিনেছি।”


thebgbd.com/NIT