মধ্যস্থতাকারীরা গাজা যুদ্ধবিরতি আলোচনায় বাধা দূর করতে ইসরাইল ও হামাসের মধ্যে ব্যবধান কমাতে কাজ করছেন। সোমবার দ্বিতীয় সপ্তাহে গাজা যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
২১ মাস ধরে চলা যুদ্ধবিরতির পর জিম্মিদের মুক্তি এবং ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দেওয়ার জন্য উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করার পর কাতারে পরোক্ষ আলোচনা অচলাবস্থার মধ্যে পড়ে আছে বলে মনে হচ্ছে। একজন কর্মকর্তা সোমবার এএফপিকে বলেন, ‘আলোচনা বর্তমানে গাজার অভ্যন্তরে ইসরায়েলি বাহিনী মোতায়েনের প্রস্তাবিত মানচিত্রের উপর কেন্দ্রীভূত।’
আলোচনা সম্পর্কে অবগত একজন কর্মকর্তা সোমবার জানিয়েছেন দোহায় আলোচনা ‘চলমান’ রয়েছে। তিনি এএফপিকে বলেন, ‘আলোচনা বর্তমানে গাজার অভ্যন্তরে ইসরায়েলি বাহিনী মোতায়েনের প্রস্তাবিত মানচিত্রের ওপর কেন্দ্রীভূত।’ নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, ‘মধ্যস্থতাকারীরা অবশিষ্ট ব্যবধান দূর করতে এবং আলোচনার গতি বজায় রাখার জন্য উদ্ভাবনী পদ্ধতিগুলো সক্রিয়ভাবে অনুসন্ধান করছেন’।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনি গোষ্ঠীটিকে ধ্বংস করতে চান বলে অভিযোগ করেছে হামাস। হামাস টেলিগ্রামে এক বার্তায় লিখেছে, ‘নেতানিয়াহু একের পর এক আলোচনার পতন ঘটাতে দক্ষ এবং কোনও চুক্তিতে পৌঁছাতে অনিচ্ছুক’।
সূত্র: এএফপি
এসজেড