ঢাকা | বঙ্গাব্দ

ইরাকের তেলক্ষেত্রে কার্যক্রম স্থগিত

বিবৃতিতে বলা হয়েছে, ‘স্থানটি সুরক্ষিত না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে।’
  • অনলাইন ডেস্ক | ১৫ জুলাই, ২০২৫
ইরাকের তেলক্ষেত্রে কার্যক্রম স্থগিত তেলক্ষেত্রে বিস্ফোরণ।

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের একটি তেলক্ষেত্রে মঙ্গলবার বিস্ফোরণের কারণে কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই তেলক্ষেত্রটি পরিচালনা করে আসছে একটি মার্কিন কোম্পানি। মার্কিন কোম্পানিটির উদ্ধৃতি দিয়ে আরবিল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


এইচকেএন এনার্জি এক বিবৃতিতে জানিয়েছে, ‘স্থানীয় সময় সকাল ৭ টায় (০৪০০ জিএমটি) সারাং ফিল্ডে তাদের একটি উৎপাদন কেন্দ্রে একটি বিস্ফোরণ ঘটে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘স্থানটি সুরক্ষিত না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে।’ বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


সূত্র: এএফপি


এসজেড