ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশিদের জন্য মিসরের ভিসা নিষেধাজ্ঞার খবর ভিত্তিহীন

বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে মিসরের কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে ঢাকাস্থ মিসরীয় দূতাবাস।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ জুলাই, ২০২৫
বাংলাদেশিদের জন্য মিসরের ভিসা নিষেধাজ্ঞার খবর ভিত্তিহীন ছবি : সংগৃহীত।

বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে মিসরের কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে ঢাকাস্থ মিসরীয় দূতাবাস।

মঙ্গলবার (১৫ জুলাই) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি ঢাকার একটি সংবাদপত্রে প্রকাশিত ‘উপসাগর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, কেন বাংলাদেশিরা ভিসা অস্বীকারের সম্মুখীন হচ্ছে’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করেছে মিসর। তবে দূতাবাস স্পষ্ট করেছে, বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরের ভিসা প্রদানের ওপর কোনো আনুষ্ঠানিক স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন ভ্রান্ত তথ্য আবেদনকারী ও সাধারণ মানুষের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি করতে পারে, যা কাম্য নয়।

এ বিষয়ে কোনো প্রশ্ন বা তথ্য জানার প্রয়োজন হলে কায়রোর দূতাবাসের কনস্যুলার বিভাগের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

thebgbd.com/NA