ঢাকা | বঙ্গাব্দ

বিএসবি গ্লোবালের চেয়ারম্যান খায়রুল বাশার ১০ দিনের রিমান্ডে

অর্থ পাচার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ জুলাই, ২০২৫
বিএসবি গ্লোবালের চেয়ারম্যান খায়রুল বাশার ১০ দিনের রিমান্ডে ছবি : সংগৃহীত।

অর্থ পাচার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক খালিদ সাইফুল্লাহ, তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ আসামির উপস্থিতিতে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, খায়রুল বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন এবং ছেলে আরশ ইবনে বাশার চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের প্রতারিত করেন। উচ্চশিক্ষার জন্য ১৪১ শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তারা মোট ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা হাতিয়ে নেন।

উল্লেখ্য, গত ৪ মে সিআইডির এসআই রুহুল আমিন এই মামলাটি দায়ের করেন। এর আগে, ২০২৩ সালের ১৭ অক্টোবর ঢাকায় একদল শিক্ষার্থী খায়রুল বাশার ও তার সহযোগীদের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ করেছিলেন।

thebgbd.com/NA