ঢাকা | বঙ্গাব্দ

ভুটানকে হারিয়ে শুধু জয় নয়, ইতিহাসও গড়ল বাংলাদেশের মেয়েরা

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে জয় দিয়ে শুধু পয়েন্ট তালিকার শীর্ষেই জায়গা করে নেয়নি বাংলাদেশ, গড়েছে এক বিরল ইতিহাসও।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ জুলাই, ২০২৫
ভুটানকে হারিয়ে শুধু জয় নয়, ইতিহাসও গড়ল বাংলাদেশের মেয়েরা ছবি : সংগৃহীত।

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে জয় দিয়ে শুধু পয়েন্ট তালিকার শীর্ষেই জায়গা করে নেয়নি বাংলাদেশ, গড়েছে এক বিরল ইতিহাসও। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়ে ম্যাচটি শেষ হয় পাশের অনুশীলন মাঠে—যা আন্তর্জাতিক ফুটবলে এক ব্যতিক্রমী ঘটনা।

প্রথমার্ধে শান্তি মারডির একমাত্র গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে মধ্যবিরতির পর হঠাৎ বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। রেফারি ও ম্যাচ কমিশনার একাধিকবার মাঠ পরিদর্শন করেও খেলা পুনরায় শুরু করতে ব্যর্থ হন। দুই দফায় আধাঘণ্টা করে বিলম্বের পর সিদ্ধান্ত নেওয়া হয়—ম্যাচের দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হবে পাশের অনুশীলন মাঠে।

এই সিদ্ধান্তে খেলোয়াড়, কোচিং স্টাফ, সম্প্রচারক দল ও দর্শকরাও স্থানান্তরিত হন নতুন ভেন্যুতে। গ্যালারি না থাকায় দর্শকরা মাঠের চার পাশে বেড়ার বাইরে দাঁড়িয়ে উপভোগ করেন ম্যাচের বাকি অংশ।

দ্বিতীয়ার্ধে ভুটান সমতা ফেরালেও, শান্তি মারডির দ্বিতীয় গোলে আবার এগিয়ে যায় বাংলাদেশ। এরপর আরও দুটি গোল করে ৪-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।

এই জয়ের মাধ্যমে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ। চার দলের এই টুর্নামেন্টে প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন।

নাটকীয়তা, মাঠ পরিবর্তন, এবং দর্শকদের ভিন্ন অভিজ্ঞতায় ভরা এই ম্যাচ বহুদিন মনে রাখবে দেশের ফুটবলপ্রেমীরা।

thebgbd.com/NA