ঢাকা | বঙ্গাব্দ

ব্রাজিলের বাণিজ্য পদ্ধতির বিরুদ্ধে তদন্ত

ব্রাজিলের অর্থনৈতিক নীতি ও কর্মকাণ্ড কি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের উপর ‘অযৌক্তিক বা বৈষম্যমূলক চাপ সৃষ্টি করছে’ তা যাচাই করা হবে।
  • অনলাইন ডেস্ক | ১৬ জুলাই, ২০২৫
ব্রাজিলের বাণিজ্য পদ্ধতির বিরুদ্ধে তদন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির বিরুদ্ধে শুল্ক আরোপের আইনি ভিত্তি তৈরি করতে ব্রাজিলের ‘অন্যায্য বাণিজ্য পদ্ধতির’ বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্র এ কথা জানিয়েছে বলে ওয়াশিংটন থেকে এএফপি এ সংবাদ জানায়।


ব্রাজিলের বিরুদ্ধে এই পদক্ষেপটি দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ব্রাজিল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তার ডানপন্থী মিত্র ও ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে একটি কথিত অভ্যুত্থান প্রচেষ্টার মামলায় অভিযুক্ত করার কারণে ব্রাজিলের বিরুদ্ধে তিনি ক্ষুব্ধ হন।


মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর (ইউএসটিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিলের অর্থনৈতিক নীতি ও কর্মকাণ্ড কি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের উপর ‘অযৌক্তিক বা বৈষম্যমূলক চাপ সৃষ্টি করছে’ তা যাচাই করা হবে। তারা আরও জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোর ওপর ব্রাজিলের আক্রমণও তদন্তের আওতায় আসবে। গত বছর ইলন মাস্ক ও এক ব্রাজিলীয় বিচারকের মধ্যে বিরোধের জেরে দেশটি টুইটার (বর্তমানে এক্স) বন্ধ করে।


এই তদন্তটি যুক্তরাষ্ট্রের ‘সেকশন ৩০১’ বাণিজ্য আইনের আওতায় পরিচালিত হচ্ছে। যার ফলাফল অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা যেমন শুল্ক আরোপ করা হতে পারে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, ‘ব্রাজিলের শুল্ক এবং অ-শুল্ক বাধাগুলোর একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং সম্ভব হলে প্রতিক্রিয়ামূলক পদক্ষেপও প্রয়োজন হতে পারে।’ তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে এই তদন্ত শুরু হয়েছে। 


সূত্র: এএফপি


এসজেড