গোপালগঞ্জের জেলা প্রশাসকের (ডিসি) বাংলোর ভেতরে হামলা করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ডিসির বাংলোর পাশের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বরত ২ পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।
আজ বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে এ হামলা চালানো হয়। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এ সময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা ধাওয়া দিলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। হামলায় দুই কনস্টেবল আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।
thebgbd.com/NA