ঢাকা | বঙ্গাব্দ

নৌকা প্রতীক সংরক্ষিত থাকবে, এটা অন্য কোনো দল পাবে না: ইসি সচিব

নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা প্রতীক’ নির্বাচন পরিচালনা বিধিমালার তপশিলে সংরক্ষিত থাকবে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ জুলাই, ২০২৫
নৌকা প্রতীক সংরক্ষিত থাকবে, এটা অন্য কোনো দল পাবে না: ইসি সচিব ছবি : সংগৃহীত।

নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা প্রতীক’ নির্বাচন পরিচালনা বিধিমালার তপশিলে সংরক্ষিত থাকবে। তবে এটা অন্য কোনো দল পাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

আজ বুধবার (১৬ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের অনানুষ্ঠানিক বৈঠকের পর এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘প্রতীকের তপশিলে নৌকা থাকলেও বিভ্রান্তি এড়াতে সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে রাখা হয়েছে। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। কমিশন মনে করেছে, এটা সরিয়ে রাখা ভালো হবে। 

চলতি বছরের ১২ মে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। আজ সকালে আওয়ামী লীগের নিবন্ধন পাওয়ার তারিখ, প্রতীক ও প্রতীকের নাম ইসির ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়।

নৌকা প্রতীক বহাল রাখার বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আগেই বলেছেন, ‘প্রতীক কখনও নিষিদ্ধ হয় না। পার্টি বিলোপ হলেও প্রতীক ইসির কাছে থাকবে; এটা আবার আরেকজনের নামে বরাদ্দ হবে। আমরা প্রতীক তালিকা থেকে বাদ দেব না।’

সচিব জানান, জামায়াতে ইসলামীর প্রতীকসহ নিবন্ধন ফেরত দেওয়ার যে প্রজ্ঞাপন হয়েছে তার আলোকে নাম ও প্রতীক ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে সচিব আখতার আহমেদ জানান, শাপলাকে তপশিলে এখনও অন্তর্ভুক্ত করা হয়নি।

thebgbd.com/NA