ঢাকা | বঙ্গাব্দ

পোস্টার লাগানো নিয়ে চেয়ারম্যান ও মেম্বার সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

ভোলার ইলিশায় চেয়ারম্যান ও মেম্বার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারি ঘটনা ঘটেছে।
  • | ২১ মে, ২০২৪
পোস্টার লাগানো নিয়ে চেয়ারম্যান ও মেম্বার সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ফাইল ছবি

ভোলার ইলিশায় চেয়ারম্যান ও মেম্বার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারি ঘটনা ঘটেছে। এসময় একটি মোটরসাইকেল ও একটি দোকানে ভাঙচুর চালানো হয়। পরে ভোলা সদর মডেল থানার পুলিশ দুইজনকে আটক করেছে। গতো সোমবার (২০ মে) ইলিশার হাওলাদার মার্কেট এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ও মেম্বার জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে এ মারামারি ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের আনারস ও মেম্বার জসিম উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. ইউনুছের মোটরসাইকেল প্রতীকের সমর্থক। নির্বাচনী পোস্টার লাগানোকে কেন্দ্র করে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।


পশ্চিম ইলিশা ৪ন নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন খালাসি জানান, চা খাওয়ার সময় একটি গ্রুপ তাদের ওপর হামলা করলে মারামারি শুরু হয়। হামলাকারীরা একটি মোটরসাইকেল ও শাহ আলম সিকদারের দোকান ভাঙচুর করেছে। তবে, হামলাকারীদের নাম তিনি উল্লেখ করেননি। হামলার সূত্রপাতও স্পষ্ট করে বলেননি জসিম উদ্দিন।


জহিরুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে মারামারির বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না। কী নিয়ে মারামারি হয়েছে এখনও জানতে পারেননি। আটক দুইজনের মধ্যে পারভেজ তার সমর্থক। মিরাজকে তিনি চিনেন না। একটি মহল স্থানীয় ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য অপপ্রচার করছেন বলেও তিনি অভিযোগ করেন।


ভোলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিয়া জানান, স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একটি মোটরসাইকেল ও একটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে পারভেজ ও মিরাজ নামের দুইজনকে আটক করেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।