ঢাকা | বঙ্গাব্দ

গির্জায় হামলা ‘ভুল ছিল’

ইসরায়েলের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এক ফোনালাপে জানিয়েছেন, ওই ক্যাথলিক গির্জায় হামলাটি ছিল একটি ভুল।
  • অনলাইন ডেস্ক | ১৮ জুলাই, ২০২৫
গির্জায় হামলা ‘ভুল ছিল’ বেঞ্জামিন নেতানিয়াহু

গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরাইলি হামলা ‘ভুলবশত’ হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়।


হোয়াইট হাউস জানিয়েছে, হামলার খবর পেয়ে ট্রাম্প নেতিবাচক প্রতিক্রিয়া দেখান এবং পরে নেতানিয়াহুকে ফোন করেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এক ফোনালাপে জানিয়েছেন, ওই ক্যাথলিক গির্জায় হামলাটি ছিল একটি ভুল।’


সূত্র: এএফপি


এসজেড