গতকাল রাতেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে জানিয়ে জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণ শাখার সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আজকের মূল প্রোগ্রাম হচ্ছে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীর আমির এবং জামায়াতের জাতীয় নেতৃবৃন্দ কথা বলবেন। সেখানে মঞ্চেই একটা জোট হবে।
আজ শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরুর আগে এসব কথা বলেন তিনি।
জোট গঠন নিয়ে শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, যারা ৭ দফা দাবিগুলোর সঙ্গে একমত, সেই সমস্ত জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংগঠকগুলো, যে দলগুলোর সঙ্গে আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি, তারা আসবেন বক্তব্য রাখবেন।
এই জোটের ব্যাপারটি সামনে যখন নির্বাচনের রোডম্যাপ প্রকাশিত হবে বা রোডম্যাপের দিকে আস্তে আস্তে আগাবে, তখন জোটের ব্যাপারটি আরও পরিষ্কার হবে। জোট তখন আরও ম্যাচিউরড হবে, যোগ করেন তিনি।
ঢাকা দক্ষিণ শাখার এই শীর্ষ নেতা আরও বলেন, আজ জামায়াত আমির বা নেতৃবৃন্দের পক্ষ থেকে জোট নিয়ে ডিক্লারেশনের জন্য আজকের প্রোগ্রাম, ব্যাপারটি এমন নয়। তবে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আগামী দিনে কেমন জোট হতে যাচ্ছে, তার একটা চিত্র জাতির কাছে যাবে বলে মনে করি।
তিনি আরও বলেন, আপনাদের সহযোগিতা এবং আল্লাহর একান্ত মেহেরবানিতে আপনারা দেখছেন, আবহাওয়াটা এতই সুন্দর। রোদও না বৃষ্টিও না। আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি-আলহামদুলিল্লাহ।
thebgbd.com/NIT