ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সোহরাওয়ার্দীতে নুর

আগামী নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
  • নিজস্ব প্রতিবেদক | ১৯ জুলাই, ২০২৫
নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সোহরাওয়ার্দীতে নুর ছবি : সংগৃহীত।

আগামী নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, “মৌলিক রাজনৈতিক সংস্কার ছাড়া অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের পথে হাঁটবে না — এটাই আজকের স্পষ্ট বার্তা।”


শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।


নুর বলেন, “নির্বাচনের আগে যেন প্রতিটি রাজনৈতিক দল নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারে, তা নিশ্চিত করতে হবে। এ দাবিতে আজকের সমাবেশেও ঐকমত্য রয়েছে।”


এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সমাবেশ শুরু হয়। দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মূল পর্ব। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশস্থলে পৌঁছালে নেতাকর্মীরা তাকে স্লোগানে বরণ করেন।


জামায়াতের নেতারা জানিয়েছেন, এবারের সমাবেশ স্মরণকালের সর্ববৃহৎ হবে বলে আশা করা হচ্ছে। তারা জানান, রাজনীতির মাঠে নতুন বার্তা দিতেই এই আয়োজন। আমির ডা. শফিকুর রহমান গণহত্যার বিচার, রাজনৈতিক সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং “চব্বিশের জুলাই অভ্যুত্থানের চেতনায় জনআকাঙ্ক্ষার বাংলাদেশ” গঠনের ডাক দেবেন।


সমাবেশ সফল করতে জামায়াত দেশজুড়ে ব্যাপক গণসংযোগ, প্রস্তুতি সভা ও মিছিল করেছে। প্রায় ১০ হাজার বাস, কয়েকটি ট্রেন ও লঞ্চের মাধ্যমে সারা দেশ থেকে লোক আনা হয়েছে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংখ্যালঘু নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। লক্ষ্যমাত্রা— ১৫ লাখ মানুষের সমাগম।


thebgbd.com/NA