ঢাকা | বঙ্গাব্দ

ফৌজদারি কার্যবিধির নতুন ধারায় প্রথম অব্যাহতি পেল শিশু ফাইয়াজ

  • নিজস্ব প্রতিবেদক | ২০ জুলাই, ২০২৫
ফৌজদারি কার্যবিধির নতুন ধারায় প্রথম অব্যাহতি পেল শিশু ফাইয়াজ ফাইল ছবি

ফৌজদারি কার্যবিধিতে যুক্ত হওয়া নতুন ১৭৩(এ) ধারার আওতায় রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে তদন্তাধীন অবস্থায় অব্যাহতি দেওয়া হয়েছে। মাত্র ১৭ বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজ এই ধারার প্রথম সুবিধাভোগী।


গত বছরের ২৪ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে সাদা পোশাকধারীরা তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয়, যা দেশজুড়ে সমালোচনার মুখে হাইকোর্ট বাতিল করে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ওয়ারী) বিভাগের তদন্ত কর্মকর্তা ১৩ জুলাই অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে বলা হয়, ফাইয়াজের বিরুদ্ধে ঘটনার কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। এরপর ১৫ জুলাই ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাকে মামলা থেকে অব্যাহতি দেন।


নতুন ১৭৩(এ) ধারায় উল্লেখ আছে, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তদন্ত কর্মকর্তা আদালতে প্রাথমিক প্রতিবেদন দিতে পারবেন। বিচারক যদি মনে করেন, অভিযুক্ত নিরপরাধ ও তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাহলে প্রি-ট্রায়াল পর্যায়ে অব্যাহতি দেওয়া যাবে।


তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ফাইয়াজ পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (PTSD) ভুগছে এবং তাকে স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দেওয়া জরুরি। ফলে মামলার পূর্ণ তদন্তের আগেই তাকে আইনের আওতা থেকে মুক্ত করা হয়।


পুলিশ জানায়, মামলায় গ্রেফতার হওয়া অধিকাংশ ব্যক্তি বিএনপি, জামায়াত ও কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত। গত বছরের ১৯ জুলাই রায়েরবাগ এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার সময় এক পুলিশ সদস্য নিহত হন এবং তার মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ফাইয়াজ ১৬ নম্বর আসামি ছিলেন। তবে তদন্তে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।


thebgbd.com/NIT