ঢাকা | বঙ্গাব্দ

সুয়েইদায় সংঘর্ষ ‘স্থগিত’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের ব্যাপক প্রচেষ্টার পর, সুয়েইদা অঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনী মোতায়েন করেছে।
  • অনলাইন ডেস্ক | ২০ জুলাই, ২০২৫
সুয়েইদায় সংঘর্ষ ‘স্থগিত’ দ্রুজ সেনা।

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েইদা থেকে আদিবাসী যোদ্ধাদের সরিয়ে নেওয়া হয়েছে। ফলে সেখানে চলা সহিংস সংঘর্ষ সাময়িকভাবে বন্ধ হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার রাতে এ তথ্য জানিয়েছে। দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুরদ্দীন আল-বাবা টেলিগ্রামে দেওয়া পোস্টে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের ব্যাপক প্রচেষ্টার পর, সুয়েইদা গভর্নরেটের উত্তর ও পশ্চিম অঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনী মোতায়েন করেছে। এরপর শহর থেকে সমস্ত আদিবাসী যোদ্ধাদের সরিয়ে নেওয়া হয় এবং মহল্লাগুলোর সংঘর্ষ বন্ধ রয়েছে’।


সূত্র: এএফপি


এসজেড