ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি নেতারাই দলের বারোটা বাজিয়ে দিচ্ছেন: ফয়জুল

  • নিজস্ব প্রতিবেদক | ২০ জুলাই, ২০২৫
বিএনপি নেতারাই দলের বারোটা বাজিয়ে দিচ্ছেন: ফয়জুল রোববার (২০ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‘দুই নাম্বার মানুষের হাত ধরে ভালো কিছু হতে পারে না। বিএনপি নেতারাই দলের বারোটা বাজিয়ে দিচ্ছে। জিয়াউর রহমানের আদর্শ দেখেই আমরা খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়েছিলাম। ৯৬ সালে সব দোষ বাদ দিয়ে একা বিতর্কিত নির্বাচন করেছে।’

রোববার (২০ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা শাখার নবম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের শাসনভার বার বার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বার বার লড়াই সংগ্রাম হয়েছে; কিন্তু তা হয়নি।’

তিনি বলেন, ‘সারা দেশে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি রাহাজানি চলছে। বড় দলগুলো কাউকে সহ্য করতে চাচ্ছেন না। ছোট দলগুলোকে বাবা বার হুমকি ধামকি দেয়া হচ্ছে।’

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শ দেখেই আমরা খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়েছিলাম। ৯৬ সালে সব দোষ বাদ দিয়ে একা বিতর্কিত নির্বাচন করেছে। খালেদা জিয়ার আমলে দেশ দুর্নীতিতে হ্যাটট্রিক করেছে। আওয়ামী লীগের সময় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। তাদের অত্যাচার জুলুমের হাত থেকে রক্ষা পেতে জুলাই-আগস্ট আন্দোলনে অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে ক্ষতমা থেকে হটানো হয়েছে। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

এ থেকে রক্ষা পেতে হলে সৎ মানুষের শাসনের কোনো বিকল্প নেই। দেশকে দুর্নীতিমুক্ত ও সুশাসন কায়েম করতে আগামী নির্বাচনে তিনি হাতপাখার পক্ষে রায় দেয়ার আহ্বান জানান তিনি।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমাদ সাকী।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রভাষক মাও. আলমগীর হোসাইন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর মাওলানা আজিজুর রহমান (জার্মানি), জেলা শাখার উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, মুহাম্মাদ মাজহারুল ইসলাম মাজহার, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি কফিল উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন: ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ মুসা খাঁন, জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক মুহাম্মাদ নুর আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি তানভীর আহমাদসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

thebgbd.com/NIT