ঢাকা | বঙ্গাব্দ

ইথ্রি’র সঙ্গে ইস্তাম্বুলে বসবে ইরান

ইউরোপীয় দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা করতে সম্মত হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২১ জুলাই, ২০২৫
ইথ্রি’র সঙ্গে ইস্তাম্বুলে বসবে ইরান হামলায় বিধ্বস্ত ইরানের একটি বাড়ি।

আগামী শুক্রবার ইরান ইস্তাম্বুলে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনায় বসতে সম্মত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘ইউরোপীয় দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা করতে সম্মত হয়েছে’। 


সূত্র: এএফপি


এসজেড