দেশে আবারও তিন দিনের হিট অ্যালার্ট জারির পূর্বাভাস মিলেছে । আগামীকাল রোববার (২৮ এপ্রিল) থেকে আবারও তিনদিন বা ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করা হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে।
এদিকে
দেশে শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি শুক্রবারের মতোই রয়েছে। তবে
ঢাকাসহ কয়েকটি স্থানে দিনের তাপমাত্রা কিছুটা কমেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এদিন
দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬
ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।
একদিন
আগে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭
ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এটিই
এখন পর্যন্ত চলতি গ্রীষ্ম মৌসুমের
সর্বোচ্চ তাপমাত্রা।