ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের বার্ণ ইউনিটে দেখতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় তিনি বার্ণ ইউনিটে সকল আহতদের খোঁজখবর নেন ও সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে মাইলস্টোন ক্যাম্পাসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং ‘আমরা বিএনপি পরিবার’-সহ দলের একাধিক প্রতিনিধি দল।
বিএনপির নেতারা দুর্ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং উদ্ধার কার্যক্রমে নিয়োজিত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। তাঁরা স্থানীয়দের সহায়তা, আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন।
দলটির নেতারা দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা ও নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
thebgbd.com/NA