ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলার এ কে খন্দকার বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি যান্ত্রিক ত্রুটির শিকার হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
দুপুর ১টা ৮ মিনিটে বিমান বিধ্বস্তের খবর পায় ফায়ার সার্ভিস। দুর্ঘটনায় বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ অন্তত ১৯ জন নিহত এবং আরও অন্তত ১৬৪ জন আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু ও মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
আইএসপিআর জানায়, পাইলট দুর্ঘটনার সময় জনবহুল এলাকা এড়িয়ে জনবিরল স্থানে বিমানটি নামানোর সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিমানটি দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ভবনে আছড়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও অন্যান্য নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। বিমানবাহিনী জানায়, তারা হতাহতদের সর্বাত্মক চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
বিমানবাহিনীর প্রধান দেশের বাইরে থাকায় সহকারী প্রধান (প্রশাসন) এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা现场ে উপস্থিত থেকে উদ্ধার তৎপরতা তদারকি করছেন। সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিস একযোগে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে বিমানবাহিনী একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বলে আইএসপিআর জানিয়েছে।
thebgbd.com/NA