রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী কাব্য আজ সোমবার দুপুরে নিজের ক্লাস শেষে বের হচ্ছিল। ঠিক তখনই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। বিকট শব্দ, আগুনের হলকা আর আতঙ্কে কাব্য হতভম্ব হয়ে পড়ে।
কাব্য প্রথম আলোকে জানায়, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে দোতলা একটি ভবনে আগুন ধরে যায়—সেই ভবনেই বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। ভবনটি কলেজের ক্যানটিনের পাশেই অবস্থিত, যেখানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস চলত। দুপুর ১টার দিকে তাদের ছুটি হলেও তখনো কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছিল।
কাব্য আরও জানায়, আহতদের অনেককে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের অবস্থা গুরুতর, এবং তাঁদের জন্য প্রচুর রক্ত প্রয়োজন হচ্ছে। রক্তদানে আগ্রহীদের অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় ফায়ার সার্ভিস একজনের মৃত্যু নিশ্চিত করেছে। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। এ নিয়ে মোট দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সেখানে ২৮ জন ভর্তি হয়েছেন, যাদের বেশির ভাগই শিক্ষার্থী।
বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি রাজধানীজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। আহতদের চিকিৎসায় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
thebgbd.com/NA