রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন, আহত হয়েছেন অর্ধ শতাধিক। মর্মান্তিক এ ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ। আগামীকাল (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিকে শোককে সম্মান জানাতে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা কালো ব্যাজ পরে মাঠে নামবেন, এবং ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালনের চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছে বিসিবি।
আজ (২১ জুলাই) রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকা থেকে মর্মান্তিক একটি দুর্ঘটনার খবর আসে, যেখানে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হন।
এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে দেশের শীর্ষ ক্রীড়াঙ্গন। আগামীকাল (২২ জুলাই) পাকিস্তান-বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ, যেখানে উভয় দলের খেলোয়াড়রা কালো ব্যাজ পরে মাঠে নামবেন। বিসিবির একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া, ম্যাচ শুরুর আগে এক মিনিটের নীরবতা পালনের আভাসও পাওয়া গেছে।
দেশের জাতীয় দলের তারকা খেলোয়াড়রা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। সাবেক ক্রিকেটার তামিম ইকবাল এবং মাশরাফী বিন মোর্ত্তজা ছাড়াও, বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসসহ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, শাদমান ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, ইমরুল কায়েস, তাইজুল ইসলাম এবং আকবর আলীও শোক বার্তা দিয়েছেন।
এদিকে, বিসিবি ও বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) এই ট্র্যাজেডিতে গভীর শোক প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছে।
thebgbd.com/NA