ইসরায়লি সেনাবাহিনী রোববার গাজা উপত্যকার মধ্যাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এই এলাকায় হামাসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে বলে তারা সতর্ক করেছে। জাতিসংঘের সাহায্য সংস্থা ওসিএইচএ রোববার জানিয়েছে, গাজার দেইর এল-বালাহ এলাকার বাসিন্দা ও বাস্তুচ্যুতদের দক্ষিণে সরে যাওয়ার জন্য ইসরায়েলি সামরিক বাহিনীর নির্দেশ যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবিক প্রচেষ্টার জন্য ‘আরেকটি বিধ্বংসী আঘাত’ ডেকে আনছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের এক বিবৃতিতে সতর্ক করে বলছে, ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক জারি করা গণ-স্থানচ্যুতি আদেশ গাজা উপত্যকা জুড়ে ইতোমধ্যেই ভঙ্গুর জীবনরেখার ওপর আরেকটি বিধ্বংসী আঘাত এনেছে। রোববার সকালে, ইসরায়েলি সেনাবাহিনী আসন্ন অভিযানের কারণে মধ্যাঞ্চলীয় গাজা অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। পুরো পরিবারসহ তাদের কিছু জিনিসপত্র নিয়ে দক্ষিণে চলে যেতে দেখা গেছে।
ওসিএইচএ জানিয়েছে, জাতিসংঘের কর্মীরা ওই অঞ্চলে ‘রয়েছেন’ এবং তাদের সমন্বয়কারীরা ‘প্রাসঙ্গিক পক্ষগুলোর সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। ওসিএইচএ সতর্ক করে বলেছে, এই স্থানগুলো সমস্ত বেসামরিক এলাকা। অবশ্যই বাস্তুচ্যুতির আদেশ নির্বিশেষে সুরক্ষিত রাখতে হবে। এই অঞ্চলে স্বাস্থ্য ক্লিনিক, পানির অবকাঠামো এবং ত্রাণ গুদামের যেকোনো ক্ষতি ‘জীবনের জন্য হুমকিস্বরূপ পরিণতি বয়ে আনবে।’ ওসিএইচএ-এর প্রাথমিক অনুমান অনুসারে, সরিয়ে নেওয়ার নির্দেশ জারির সময় ওই এলাকায় আনুমানিক ৫০ হাজার থেকে ৮০ হাজার মানুষের বসবাস ছিল।
সূত্র: এএফপি
এসজেড