ঢাকা | বঙ্গাব্দ

শরীরের ৭০ শতাংশ পুড়েছে, একমাত্র ছেলের জন্য শুধু দোয়া চাইছেন বাবা

জ্ঞান না ফেরা ১৫ বছরের এই শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ জুলাই, ২০২৫
শরীরের ৭০ শতাংশ পুড়েছে, একমাত্র ছেলের জন্য শুধু দোয়া চাইছেন বাবা ফাইল ছবি

মাইলস্টোন ট্র্যাজেডিতে শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে স্কুলের ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. মাহতাব রহমানের। জ্ঞান না ফেরা ১৫ বছরের এই শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এমতাবস্থায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বাবা মো. মিনহাজুর রহমান ভূঁইয়া।


জানা গেছে, মাহতাব রহমান ভূঁইয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূঁইয়া বাড়ির মো. মিনহাজুর রহমানের একমাত্র ছেলে। তারা ঢাকার উত্তরায় একটি বাসায় থাকেন। মাইলস্টোন স্কুলে তার শিক্ষার্থী কোড নং ১০১৪।


উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত মাহতাব। তার বাবা প্রতিদিন ছেলেকে স্কুলে আনা-নেওয়া করতেন। গতকাল স্কুল ছুটির ঠিক ১০-১৫ মিনিট আগে হঠাৎ করে স্কুলের ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হয়। এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের খুঁজে পেতে ছোটাছুটি করতে থাকেন।


এ ঘটনয় সপ্তম শ্রেণির মাহতাব রহমানকে গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনী উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে চিকিৎসকরা তাকে বার্ন ইউনিটের আইসিউইতে ভর্তি করেন।


মাহতাবের বাবা কান্নাজড়িত কণ্ঠে ছেলের সবশেষ অবস্থা নিয়ে বলেন, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছি, ছেলেকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে মাহতাবের শরীরের প্রায় অর্ধেক অংশ পুড়ে গেছে। আমার একমাত্র ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।


মাহতাবের গ্রামের বাড়ির প্রতিবেশী মো. আবুল খায়ের জানান, ঘটনার পর মাহতাবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। তার এখনো জ্ঞান ফেরেনি।


thebgbd.com/NIT