ঢাকা | বঙ্গাব্দ

বিভ্রান্তি এড়াতে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের নির্দেশ, মৃত্যু গোপনের অভিযোগ ভিত্তিহীন: প্রেস সচিব

এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রতিদিনের আহত ও নিহতের সংখ্যা হালনাগাদ করে কলেজ রেজিস্ট্রারের উপস্থিতির তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হবে বলে জানান তিনি।
  • নিজস্ব প্রতিবেদক | ২৩ জুলাই, ২০২৫
বিভ্রান্তি এড়াতে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের নির্দেশ, মৃত্যু গোপনের অভিযোগ ভিত্তিহীন: প্রেস সচিব ফাইল ছবি

মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “ঘটনার প্রকৃত তথ্য নিশ্চিত করতে দুইজন উপদেষ্টা কলেজ কর্তৃপক্ষকে ক্যাম্পাসেই একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপনের নির্দেশ দিয়েছেন।”


এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রতিদিনের আহত ও নিহতের সংখ্যা হালনাগাদ করে কলেজ রেজিস্ট্রারের উপস্থিতির তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হবে বলে জানান তিনি। এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে, যা আজ থেকেই চালু হওয়ার কথা রয়েছে।


দুর্ঘটনার পরদিন কলেজে উপদেষ্টাদের টানা নয় ঘণ্টা অবস্থানের কথা জানিয়ে শফিকুল আলম বলেন, “শোক ও ক্ষোভে ভরা পরিবেশে অনেক শিক্ষার্থী বিভ্রান্তিকর তথ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশে মৃত্যুর সংখ্যা গোপন রাখা প্রায় অসম্ভব।”


তিনি বলেন, “নিখোঁজদের পরিবারের রিপোর্ট, হাসপাতালের তথ্য এবং প্রশাসনিক নথির সমন্বয়ে সত্য বের হয়ে আসে। এই ঘটনায়ও কলেজ হাজিরা খাতা দেখেই অনুপস্থিতদের শনাক্ত করা সম্ভব।”


স্বাস্থ্য মন্ত্রণালয় ও সামরিক বাহিনী আহতদের অবস্থা সম্পর্কে নিয়মিত তথ্য দিয়ে সহযোগিতা করছে বলেও জানান প্রেস সচিব। তার ভাষায়, “সরকারের মৃত্যুর সংখ্যা গোপন করার কোনো কারণ নেই।”


তিনি আরও বলেন, “উপদেষ্টারা পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান করতেই দেরিতে ক্যাম্পাসে যান এবং প্রয়োজনে সারা রাত থাকার প্রস্তুতি ছিল। বিদায় নেওয়া হয়েছে তখনই, যখন নিশ্চিত হওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে।”


শেষে প্রেস সচিব নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের শহীদ আখ্যায়িত করে বলেন, “এটি জাতীয় ট্র্যাজেডি। আমাদের উচিত একসঙ্গে মিলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।”


thebgbd.com/NIT