উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের দেখতে আজ বুধবার (২৩ জুলাই) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
সেখানে তিনি চিকিৎসাধীন শিক্ষার্থী, শিক্ষক ও উদ্ধারকারী দলের সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। দগ্ধদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেন উপদেষ্টা। তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গেও কথা বলেন এবং চিকিৎসকদের নির্দেশ দেন যেন সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হয়।
দুর্ঘটনাটিকে জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক আখ্যায়িত করে ড. এম সাখাওয়াত হোসেন নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দগ্ধ সকল রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। ইতোমধ্যেই সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে একটি মেডিকেল টিম ঢাকায় আনা হয়েছে, যারা গুরুতর দগ্ধদের উন্নত চিকিৎসা দিচ্ছেন।
নৌপরিবহন উপদেষ্টা আশ্বাস দেন, ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে সিএমএইচের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
thebgbd.com/NIT