ঢাকা | বঙ্গাব্দ

দ. কোরিয়ায় জন্মহারে রেকর্ড বৃদ্ধি

দক্ষিণ কোরিয়ায় জানুয়ারি থেকে মে মাসের মধ্যে নবজাতকের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪৮ জনে পৌঁছেছে।
  • অনলাইন ডেস্ক | ২৩ জুলাই, ২০২৫
দ. কোরিয়ায় জন্মহারে রেকর্ড বৃদ্ধি দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশটিতে জন্মহার রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। দেশটির পরিসংখ্যান বিষয়ক কর্মকর্তারা বুধবার এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


দক্ষিণ কোরিয়ার পরিসংখ্যান বিষয়ক এক কর্মকর্তা জানিয়েছেন, জানুয়ারি থেকে মে মাসের মধ্যে নবজাতকের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪৮ জনে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ বেশি। এটি ১৯৮১ সালে এই ধরনের তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ বৃদ্ধির হার।


সূত্র: এএফপি


এসজেড