সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে জুলাই আন্দোলনকালে ঢাকায় রাসেল গাজী নামে এক যুবকের হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ আজ বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন আদালতে পলককে উপস্থিত করে দোষীদের গ্রেপ্তার আবেদন করেন। শুনানির শেষে বিচারক এ আবেদন মঞ্জুর করেন।
শুনানির আগে আদালতে উপস্থিত পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী'র সঙ্গে কথা বলেন। তিনি কারাগারে পাঠকের সুবিধার্থে বই অথবা কোনো রকম প্রয়োজন আছে কিনা জিজ্ঞাসা করেন। পলক জানান, তিনি নিয়মিত কোরআন শরীফ পড়ে যাচ্ছেন এবং কারাগারেই একটি খতম (পূর্ণ পঠন) সম্পন্ন করেছেন।
আইনজীবী ইয়াসমিন রাখী বলেন, “তিনি কারাগারে কোরআন শরীফ পড়ছেন, আর এক খতম দিয়েছেন; সঙ্গে কোমরে ব্যাকপেইন রয়েছে।”
গত বছরের ৫ আগস্ট সকালে ঢাকার আশুলিয়া থানার গাজীরচট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আশুলিয়া থানার গাজীরচট অঞ্চলে আন্দোলনকারী মো. রাসেল গাজী (২৭) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
thebgbd.com/NA