ঢাকা | বঙ্গাব্দ

ভিআইপিদের ১৫ ড্রাইভারকে ঝিলমিল আবাসনে প্লট দেন শেখ হাসিনা: দুদক

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুর্নীতি দমন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৪ জুলাই, ২০২৫
ভিআইপিদের ১৫ ড্রাইভারকে ঝিলমিল আবাসনে প্লট দেন শেখ হাসিনা: দুদক ছবি : সংগৃহীত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নিজের পরিবারের সদস্যদের জন্যই রাজউক থেকে প্লট বরাদ্দ নেননি বরং তার কার্যালয়ে কর্মরত গাড়ির চালকদের জন্যও রাজধানীর ঝিলমিল আবাসন প্রকল্পে প্লটের ব্যবস্থা করেন এমন তথ্যও উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুর্নীতি দমন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের একটি দল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযান চালিয়ে বিশেষ বিবেচনায় দেওয়া কিছু প্লট বরাদ্দের নথিপত্র জব্দ করেছে।
 
ওইসব নথিতে দেখা যায়, ‘অসামান্য অবদানের স্বীকৃতি’র কোটায় সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত একাধিক সচিব ও ভিআইপিদের মোট ১৫ জন চালককে প্লট বরাদ্দ দেয়া হয়েছে।
 
দুদক বলছে, বরাদ্দ অনুযায়ী দুই জন চালককে তিন কাঠা করে এবং তিন জনকে পাঁচ কাঠা করে জমি দেয়া হয়। ঝিলমিল প্রকল্পে এই বিশেষ বরাদ্দের তালিকায় আরও রয়েছেন ৪৫ জন ব্যবসায়ী, ২ জন বাংলাদেশি-ব্রিটিশ নাগরিক, সাংবাদিক, বিচারপতি ও অন্যান্য পেশার লোকজনও রয়েছে।
  
তবে বরাদ্দের নথিতে উল্লেখ নেই এসব ব্যক্তিরা কীভাবে রাষ্ট্রের জন্য অসামান্য অবদান রেখেছেন বলেও জানায় দুদক।

thebgbd.com/NA