ঢাকা | বঙ্গাব্দ

বোরকা খুলতেই নারী হয়ে গেলেন পুরুষ

মাথায় কালো হিজাব, গায়ে বোরকা, হাতে-পায়ে মোজা পরে নারীর ছদ্মবেশে রোহিঙ্গা শিবিরে ঢোকার চেষ্টা করেছিলেন এক রোহিঙ্গা যুবক।
  • নিজস্ব প্রতিবেদক | ২৪ জুলাই, ২০২৫
বোরকা খুলতেই নারী হয়ে গেলেন পুরুষ ছবি : সংগৃহীত।

মাথায় কালো হিজাব, গায়ে বোরকা, হাতে-পায়ে মোজা পরে নারীর ছদ্মবেশে রোহিঙ্গা শিবিরে ঢোকার চেষ্টা করেছিলেন এক রোহিঙ্গা যুবক। তবে পুলিশের সন্দেহে তল্লাশির মুখে পড়ে বেরিয়ে আসে তাঁর আসল পরিচয়—তিনি একজন পুরুষ এবং শিবিরেরই বাসিন্দা।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার শালবাগান পুলিশ তল্লাশিচৌকিতে। ধৃত যুবকের নাম রশিদ আহমদ (২৭)। তিনি ২৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা এবং ফরিদ আহমেদের ছেলে।

পুলিশ জানায়, রশিদ আহমদ শিবির থেকে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে সন্দেহ রয়েছে। তিনি নজরদারি এড়িয়ে শিবির থেকে বেরিয়ে যান এবং পরে নারীর ছদ্মবেশে আবার প্রবেশের চেষ্টা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, “বোরকা পরা অবস্থায় ওই যুবক পায়ে হেঁটে তল্লাশিচৌকি পার হচ্ছিলেন। তাঁর চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি কথার জবাবে অসংলগ্ন আচরণ করেন। পরে বোরকা খুলে আসল পরিচয় জানা যায়।”

পুলিশ জানিয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা চলছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

thebgbd.com/NA