ঢাকা | বঙ্গাব্দ

পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি-বদলিতে তদবির বন্ধে জরুরি নির্দেশনা

সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি ও বদলির ক্ষেত্রে অপ্রয়োজনীয় তদবিরের লাগাম টানছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৪ জুলাই, ২০২৫
পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি-বদলিতে তদবির বন্ধে জরুরি নির্দেশনা ছবি : সংগৃহীত।

সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি ও বদলির ক্ষেত্রে অপ্রয়োজনীয় তদবিরের লাগাম টানছে। সম্প্রতি জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পুলিশ কর্মকর্তাদের মন্ত্রণালয়ে অপ্রয়োজনীয় তদবির থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

উপ-সচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু পুলিশ সদস্য অফিস সময়ের মধ্যেই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করে স্বপ্রণোদিতভাবে মন্ত্রণালয়ে গিয়ে পদোন্নতি বা অন্যান্য বিষয়ে তদবির করেন। এই আচরণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য বিব্রতকর ও সরকারি কাজের জন্য ব্যাঘাতসৃষ্টিকারী বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পুলিশ অধিদপ্তর থেকে বিভিন্ন বিষয়ে শেষ মুহূর্তে পত্র পাঠানোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তারা পত্রের প্রাসঙ্গিকতা ও কার্যক্রম গ্রহণের আগে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেন, যা সুষ্ঠু সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি করে। এছাড়া প্রেরিত পত্রগুলোর মধ্যে অনেক সময় অসম্পূর্ণ প্রস্তাবও লক্ষ্য করা যায়।

সরকার এসব অনিয়ম দূর করতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এ ধরনের তদবির নিরুৎসাহিত করার পদক্ষেপ নিয়েছে।

thebgbd.com/NA