ঢাকা | বঙ্গাব্দ

আলোচনা থেকে মার্কিন দল প্রত্যাহার

উইটকফ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, হামাসের প্রতিক্রিয়া ‘গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর ইচ্ছার অভাব স্পষ্টভাবে প্রকাশ করে’।
  • অনলাইন ডেস্ক | ২৫ জুলাই, ২০২৫
আলোচনা থেকে মার্কিন দল প্রত্যাহার বিধ্বস্ত গাজা।

গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের সর্বশেষ প্রতিক্রিয়ার পর ইসরাইলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আলোচক দলকে ওয়াশিংটনে ফিরিয়ে নিচ্ছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেছেন, হামাসের প্রতিক্রিয়ায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর সদিচ্ছার অভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। উইটকফ হামাসকে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার জন্য দোষারোপ করেছেন। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


প্রায় দুই বছরের লড়াইয়ের পর কাতারে যুদ্ধবিরতি এবং ইসরাইলি জিম্মিদের মুক্তির জন্য পরোক্ষ আলোচনায় একটি অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে মধ্যস্থতাকারীরা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলি এবং হামাস প্রতিনিধিদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে।


ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তার সরকার দোহা থেকে তাদের আলোচকদের প্রত্যাহার করার পরেও যুদ্ধবিরতি চাইছে। হামাসকে চুক্তিতে বাধা দেওয়ার অভিযোগ এনেছে ইসরায়েল। হামাস সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে মধ্যস্থতাকারীদের কাছে তাদের প্রতিক্রিয়া জমা দেওয়ার পর, নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ইসরায়েলি আলোচকরা পরামর্শের জন্য ফিরে আসছেন। নেতানিয়াহু বলেন, ‘আমরা আমাদের জিম্মিদের মুক্তির জন্য আরেকটি চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ করছি’।


তিনি বলেন, ‘কিন্তু যদি হামাস চুক্তিতে পৌঁছানোর আমাদের ইচ্ছাকে দুর্বলতা হিসাবে, আত্মসমর্পণের শর্তাবলী নির্ধারণের সুযোগ হিসাবে ব্যাখ্যা করে যা ইসরায়েল রাষ্ট্রকে বিপন্ন করবে, তাহলে তা গুরুতর ভুল।’ উইটকফ হামাসকে ‘সৎ বিশ্বাসে কাজ না করার’ অভিযোগ করেছেন এবং বলেছেন  মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দলকে দেশে ফিরিয়ে আনছে। উইটকফ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, হামাসের প্রতিক্রিয়া ‘গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর ইচ্ছার অভাব স্পষ্টভাবে প্রকাশ করে’। 


তিনি আরও বলেন, ওয়াশিংটন এখন ‘জিম্মিদের দেশে ফিরিয়ে আনার জন্য বিকল্প পথ বিবেচনা করবে এবং গাজার জনগণের জন্য আরো স্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে’। আলোচনার সঙ্গে পরিচিত একটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, হামাসের প্রতিক্রিয়ায় সাহায্য প্রবেশের ধারাগুলোতে প্রস্তাবিত সংশোধনী, ইসরাইলি সেনাবাহিনী যে অঞ্চলগুলো থেকে প্রত্যাহার করবে তার মানচিত্র এবং যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করার গ্যারান্টি অন্তর্ভুক্ত ছিল।


সূত্র: এএফপি


এসজেড