ঢাকা | বঙ্গাব্দ

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর মৌসুমি ফল উৎসব সম্পন্ন

জগন্নাথপুর পৌর শহরের ২টি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সাথে মৌসুমী ফল বিতরণ অনুষ্ঠান উদযাপন করে সংগঠনটির সদস্যরা।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ জুলাই, ২০২৫
স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর মৌসুমি ফল উৎসব সম্পন্ন সংগৃহীত

জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ও বৃহত্তর সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর আজ ২৫ জুলাই ২০২৫ইং শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর শহরের ২টি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সাথে মৌসুমী ফল বিতরণ অনুষ্ঠান উদযাপন করে। 



স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজিক দায়বদ্ধতার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের কল্যাণে সর্বদা কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ পৌর শহরের আলহাজ্ব শফিকুল ইসলাম ভূইয়া এতিমখানা মাদ্রাসা ও জগন্নাথপুর ইসলামিক একাডেমির শতাধিক এতিম হাফিজ বাচ্ছাদের মুখে মৌসুমি ফল তুলে দেয় সংগঠনটি।



সংগঠনটির জীবন সদস্য জনাব জুয়েব আহমেদ এবং প্রবাসী সদস্য জনাব জুয়েল আহমেদর অর্থায়নে এই মৌসুমি ফল বিতরণ উৎসব পালন করা হয়। 



এই উৎসব সভাটি সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সহ সভাপতি আমিনুর রহমান হিমেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়।


 সভার প্রথমেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর ইসলামিক একাডেমির ছাত্র গুফরান আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ জয়।


 

উপস্থিতদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সভাপতি ও জগন্নাথপুর ইসলামিক একাডেমির প্রিন্সিপাল জনাব নিজাম উদ্দিন জালালী সাহেব, জগন্নাথপুর পৌর আল ইসলাহ সাধারণ সম্পাদক বদর উদ্দিন আল-আমীন, জগন্নাথপুর ইসলামিক একাডেমির পরিচালক ইলিয়াস হোসেন, জগন্নাথপুর ইসলামিক একাডেমির পরিচালক জিল্লু মিয়া, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর প্রতিষ্ঠাতা সদস্য জনাব মাসুম মিয়া, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সিনিয়র সদস্য জনাব আমির হোসেন, সাধারণ সম্পাদক আলী হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আবুল কালাম, প্রচার সম্পাদক রুমন আহমদ, সহ- শিক্ষা ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক রাহিম আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রবিউজ জামান সানি, সহ- প্রচার সম্পাদক সামসুন্নুর রহমান, সাবাজ মিয়া।



কার্যনিবাহি সদস্যদের মধ্যে আরিফুল ইসলাম তামিম,শাহ রাইসুল হুদা মেহেদী, সাহেদ চৌধুরী, মামুন, আল আমিন হাসান রাব্বি,প্রমূখরা বক্তব্য রাখেন।



পরিশেষে জগন্নাথপুর পৌর আল ইসলাহ সাধারণ সম্পাদক বদর উদ্দিন আল-আমীন সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।