বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ইতোমধ্যে দেশের উপকূলীয় এলাকা অতিক্রম করতে শুরু করেছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগজুড়ে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধস এবং নগর এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে।
আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্কবার্তায় জানানো হয়, সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত উপকূলীয় ও পার্বত্য অঞ্চলে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে।
এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতাও দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।
সামুদ্রিক সতর্কবার্তার তথ্যানুযায়ী, বিকেলের মধ্যে নিম্নচাপটি উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এই সময় নিম্নচাপ কেন্দ্রের গতিবেগ ৫০ কিলোমিটারের বেশি হতে পারে এবং উপকূলীয় এলাকায় ৩ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট সব অঞ্চলের জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
thebgbd.com/NA