বিমান দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা, তাই আগামীকাল রোববারও (২৭ জুলাই) প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষ। শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।
তিনি বলেন, শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই সিদ্ধান্ত নেওয়া হবে প্রতিষ্ঠানটির শিক্ষা-কার্যক্রম কবে চালু করা যায়।
তিনি আরও জানান, আইসিইউতে গুরুতর অবস্থায় এখন আছে ৫ জন, বাকিরা ক্রিটিকাল অবস্থা পেরিয়ে এসেছেন, ডিএনএ টেস্টের পর এখন আনআডেন্টিফাইড আর কেউ নেই।
মাইলস্টোন কলেজে প্রবেশাধিকার সীমিত থাকলেও শনিবার প্রতিষ্ঠানটির সামনে অহেতুক ভিড় করতে দেখা যায় সাধারণ মানুষকে।
thebgbd.com/NIT