ঢাকা | বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বাসচাপায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে রাস্তা পারাপারের সময় আনন্দ পরিবহণের একটি বাসচাপায় মরিয়ম আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত ও আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৬ জুলাই, ২০২৫
লক্ষ্মীপুরে বাসচাপায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু ছবি : সংগৃহীত।

লক্ষ্মীপুরের রায়পুরে রাস্তা পারাপারের সময় আনন্দ পরিবহণের একটি বাসচাপায় মরিয়ম আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত ও আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৬ জুলাই) বিকেল ৩ টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ ঘটনা ঘটে। 


এদিকে ঘটনারপর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছের গুড়িি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন। এতে করে ওই রুটে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।


নিহত মরিয়ম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল হোসেনের মেয়ে। সে রায়পুরের রাখালিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। 


পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় সহপাঠীদের সঙ্গে মরিয়ম রাস্তা পারাপার হচ্ছিল। এসময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহণের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মরিয়মসহ তার দুই সহপাঠীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মরিয়ম মারা যায়। পরে স্থানীয়রা গাড়ি চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছে বলে জানান স্থানীয়রা। তারা বলছেন দুর্ঘটনা আহত হওয়ার পর বাসটি পিছনে এসে পুনরায় চাপা দিয়ে ওই ছাত্রীর মৃত্যু নিশ্চিত করে। এতে ফুঁসে উঠেন এলাকাবাসী। প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে ঘটনার বিচার দাবি করেন তারা। 


রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে বলে জানান তিনি। 




thebgbd.com/NA