ঢাকা | বঙ্গাব্দ

মিশিগানে ওয়ালমার্ট স্টোরে ছুরিকাঘাতে আহত ১১

মিশিগান রাজ্যের পুলিশ জানিয়েছে, ট্রাভার্স সিটির ওয়ালমার্ট স্টোরে ‘একাধিক ছুরিকাঘাতের’ ঘটনা তদন্ত করা হচ্ছে।
  • অনলাইন ডেস্ক | ২৭ জুলাই, ২০২৫
মিশিগানে ওয়ালমার্ট স্টোরে ছুরিকাঘাতে আহত ১১ ওয়ালমার্ট স্টোর।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি ওয়ালমার্ট স্টোরে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবারের এই ঘটনায় এক সন্দেহভাজনকে পুলিশ আটক করেছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


মুনসন মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, ট্র্যাভার্স সিটিতে ছুরিকাঘাতে আহত ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মিশিগান রাজ্যের পুলিশ জানিয়েছে, ট্রাভার্স সিটির ওয়ালমার্ট স্টোরে ‘একাধিক ছুরিকাঘাতের’ ঘটনা তদন্ত করা হচ্ছে। পুলিশ আরো বলেছে, ‘সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।’


এদিকে মুনসন মেডিকেল সেন্টার জানিয়েছে, তারা ‘স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক রোগী’র সেবা দিচ্ছে। বেশকিছু হৃদ থাকায় ট্রাভার্স সিটি যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় পর্যটনগন্তব্য।


সূত্র: এএফপি


এসজেড