ঢাকা | বঙ্গাব্দ

গাজায় নিহত আরও ৪০

উত্তর, মধ্য ও দক্ষিণ গাজায় ছয়টি পৃথক ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা ১৪ জন নিহত হয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ২৭ জুলাই, ২০২৫
গাজায় নিহত আরও ৪০ বিধ্বস্ত গাজা।

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে শনিবার দিনভর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এসব সামরিক অভিযানে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসসাল এএফপিকে জানান, গাজা সিটির উত্তরে তিনটি আলাদা বিমান হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে। তিনি বলেন, খান ইউনিসের কাছে পাঁচটি বিমান হামলায় ১৩ জন নিহত হন। যার মধ্যে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরে হামলায় প্রাণ হারিয়েছেন আটজন। এছাড়াও মধ্য গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে ড্রোন হামলায় আরো দু’জন নিহত হয়েছেন।


সংস্থাটি জানিয়েছে, উত্তর, মধ্য ও দক্ষিণ গাজায় ছয়টি পৃথক ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা ১৪ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, ওই এলাকায় কয়েক হাজার মানুষ ত্রাণের জন্য জড়ো হয়। ৪২ বছর বয়সী আবু সামির হামুদেহ বলেন, সুদানিয়ার উত্তর-পশ্চিমে জিকিম এলাকায় ইসরায়েলি সামরিক চেকপোস্টের কাছে গুলির ঘটনা ঘটে। মানুষজন ত্রাণ বিতরণ কেন্দ্রের দিকে যাওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল।


এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী এএফপিকে জানায়, ‘তাৎক্ষণিক হুমকি’ শনাক্তের পর ভীড় ছত্রভঙ্গ করতে সতর্কতামূলক গুলি ছোঁড়া হয়। তবে হতাহতের বিষয়ে তাদের জানা নেই। বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, খান ইউনিসের কাছে ড্রোন হামলায় আরও একজন নিহত হয়েছেন। এছাড়াও মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী ক্যাম্পে কামানের গোলার আঘাতে এক ব্যক্তি নিহত হন।


ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক বসানোর অভিযোগে একটি ‘সন্ত্রাসী সেল’-এর সদস্যদের হত্যা করা হয়েছে বলেও দাবী করা হয়। তারা জানায়, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে ১শ’টিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে।


বাসসাল জানান, রাফাহর উত্তরে শুক্রবার রাতের ইসরায়েলি বোমাবর্ষণের পর বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা ১২টি মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো খান ইউনিসের নাসের হাসপাতালে নেওয়া হয়। অভিযানটি জাতিসংঘ মানবিক বিষয়ক দফতরের (ওসিএইচএ) সমন্বয়ে পরিচালিত হয়েছে বলেও তথ্য দেন তিনি। 


সূত্র: এএফপি


এসজেড