ঢাকা | বঙ্গাব্দ

দ্বিতীয় পদ্মা সেতু ও রাষ্ট্র কাঠামো পরিবর্তনে সচেতনভাবে এগোচ্ছে বিএনপি: মির্জা ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক | ২৭ জুলাই, ২০২৫
দ্বিতীয় পদ্মা সেতু ও রাষ্ট্র কাঠামো পরিবর্তনে সচেতনভাবে এগোচ্ছে বিএনপি: মির্জা ফখরুল ফাইল ছবি

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এবং রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে বিএনপি সচেতনতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের জনগণের প্রয়োজনীয়তা, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা এবং দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সংযোগের দুরবস্থার বিষয়টি মাথায় রেখেই বিএনপি দীর্ঘদিন ধরেই দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তার কথা বলে আসছে।


রোববার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, শুধু বড় প্রকল্প গ্রহণ করলেই হবে না, তার জন্য থাকতে হবে রাজনৈতিক অঙ্গীকার এবং জনগণের পক্ষ থেকে জোরালো দাবি। তিনি বলেন, বিএনপি এই ধরনের প্রকল্প বাস্তবায়নের পক্ষে এবং দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।


ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বিএনপি বর্তমানে একটি ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়টিতে একটি সুযোগ তৈরি হয়েছে এবং জাতীয় ঐক্যও গড়ে উঠেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই ঐক্যকে যদি কার্যকরভাবে কাজে লাগানো যায়, তবে রাজনৈতিক ও উন্নয়নমূলক উভয় ক্ষেত্রেই সাফল্য অর্জন সম্ভব।


তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেক আগেই দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তার কথা বলেছেন। কারণ দক্ষিণাঞ্চলের বহু এলাকা এখন বাস চলাচলের জন্য উপযোগিতা হারিয়েছে, যা জনগণের ভোগান্তি বাড়াচ্ছে। এসব অবস্থা উত্তরণে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।


বিএনপি মহাসচিব বলেন, ইতিহাস প্রমাণ করেছে, জনগণ ঐক্যবদ্ধ হলে যেকোনো পরিবর্তন সম্ভব। একাত্তরে যেমন তা সম্ভব হয়েছিল, তেমনি ২০২৪ সালেও তার পুনরাবৃত্তি হয়েছে। তিনি জানান, সংস্কারের প্রয়োজনীয়তা বিএনপি অনেক আগেই উপলব্ধি করেছে, এবং সেই লক্ষ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রস্তাব দিয়েছেন। এসব দফার মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কারের দিকনির্দেশনা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।


thebgbd.com/NIT