ঢাকা | বঙ্গাব্দ

টেস্ট থেকে বিদায় নিচ্ছেন বুমরাহ?

  • নিজস্ব প্রতিবেদক | ২৭ জুলাই, ২০২৫
টেস্ট থেকে বিদায় নিচ্ছেন বুমরাহ? ফাইল ছবি

ঘনঘন ইনজুরিতে পড়ছেন ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। সেজন্য বেছে বেছে ম্যাচ খেলতে হচ্ছে তাকে। চলমান ইংল্যান্ড সফরে হেডিংলি ও লর্ডসের পর ম্যানচেস্টার টেস্টে খেলছেন তিনি।


যদিও চলমান চতুর্থ টেস্টে প্রত্যাশিত বোলিংয়ে করতে পারেননি এই পেসার। তাই ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ মনে করেন, এভাবে চলতে থাকলে দ্রুতই টেস্ট থেকে অবসর নিতে পারেন বুমরাহ।


বুমরাহকে নিয়ে কাইফ বলেন, ‘আমার মতে সামনের দিনে বুমরাহ টেস্ট ক্রিকেট ছেড়ে দিতে পারে। সে তার শরীর নিয়ে ধুঁকছে এবং এই কারণেই টেস্ট থেকে অবসর নিতে পারে। এই ম্যাচে বুমরাহর গতি দেখা যায়নি এবং সে খুবই আত্মসম্মান নিয়ে চলা মানুষ।’


বুমরাহ সেরাটা দিতে পারছে না জানিয়ে ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘সে (বুমরাহ) যদি মনে করে নিজের শতভাগ দিতে পারছেন না এবং উইকেট নিতে পারছেন না তাহলে সে খেলতে চাইবে না। সে উইকেট পাক কিংবা না পাক কিন্তু সে ১২৫-১৩০ কি.মি. গতিতে বোলিং করছে। যে বলে সে উইকেট পেয়েছে ক্যাচ নেওয়ার জন্য উইকেটকিপারকে সামনে ডাইভ দিতে হয়েছে।’


এসময় কাইফ আরও উল্লেখ করেন, ‘এখনো তার মধ্যে প্যাশন এবং ডেডিকেশন আছে কিন্তু সে ফিটনেস হারিয়ে ফেলেছে। তার শরীর সায় দিচ্ছে না। এই টেস্টে তার ইফেক্টিভনেস সেটার পরিষ্কার ইঙ্গিত।


তিনি যোগ করেন, ‘আমার মনে হয় ভবিষ্যতে তার জন্য কঠিন সময় অপেক্ষা করছে। প্রথম বিরাট কোহলি, রোহিত শর্মা এবং অশ্বিন চলে গেছে। আমার মনে হয় এখন বুমরাহকে ছাড়াও ভারতের সমর্থকদের টেস্ট দেখার অভ্যাস করা উচিত।’


thebgbd.com/NIT